নিউজিল্যান্ডের বন্দুক হামলায় প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুতে জাপানের শোক প্রকাশ

551

ঢাকা, ১৭ মার্চ, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নৃশংস সন্ত্রাসী হামলায় বাংলাদেশীদের মৃত্যুতে জাপান সরকার শোক প্রকাশ করেছে।
আজ এখানে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৬ মার্চ, রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাপানের পক্ষ থেকে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশীদের জন্যে মৌখিকভাবে শোক প্রকাশ করেন।’
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইজুমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছেও একটি শোকবার্তা পাঠান।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পাঠানো জাপানের রাষ্ট্রদূতের শোকবার্তায় বলা হয়, ‘জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারোনো বাংলাদেশী ও তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার আন্তরিক শোক জানাচ্ছি।’
জাপানের রাষ্ট্রদূত বলেন, কোনো কারণে বা কোনো অবস্থায়ই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য হতে পারে না।
সন্ত্রাসবাদ মোকাবেলা ও বর্তমান জটিল পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে জাপানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তার দেশের গভীর সহযোগিতার কথা উল্লেখ করেন।