বাসস ক্রীড়া-১৩ : পাকিস্তান অ-১৯ দলের কোচ হচ্ছেন ইউনিস খান

302

বাসস ক্রীড়া-১৩
ইউনিস-কোচ
পাকিস্তান অ-১৯ দলের কোচ হচ্ছেন ইউনিস খান
করাচি, ১৭ মার্চ, ২০১৯ (বাসস) : সাবেক অধিনায়ক ইউনিস খান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র আজ এ কথা জানিয়েছে।
সুত্রটি জানায়, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে কতিপয় আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই পিসিবির পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে।’
ভারতে রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব -১৯ দলের কোচ নিয়োগ দেয়ার বিষয়টি উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি সম্প্রতি এক বক্তব্যে বলেন, পাকিস্তানের উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পদক্ষেপ অনুসরণ করা এবং সাবেক ক্রিকেটারদের হাতে জাতীয় যুব দলের দায়িত্ব দেয়া।
এ ছাড়া জাতীয় জুনিয়র দল নির্বাচন কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ইউনিস।
সুত্রটি আরো জানায়, ‘ইউনিস খানকে জুনিয়র দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে পূর্ণ সক্ষমতা দেয়া হবে। তাকে সহায়তা করবেন আরেক সাবেক টেস্ট খেলোয়াড় ম্যানেজার হিসেবে দায়িত্ব পেতে যাওয়া নাদিম খান।
ইউনিস এবং নাদিমকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দেয়া হবে এবং সম্ভবত আগামী আইসিসি যুব বিশ্বকাপ পর্যন্ত।
বাসস/স্বব/২০০০/-এএমটি