বাসস দেশ-১৪ : বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন : সালমান এফ রহমান

300

বাসস দেশ-১৪
পুরস্কার-বিতরণ
বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন : সালমান এফ রহমান
ঢাকা, ১৭ মাচর্, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশের মানুষ সেই স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।
আজ রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম চন্দ্র সরকার প্রমুখ।
সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী পাকিস্তানীরা এদেশকে ভৎসনা করতো। তারা বলতো এদেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আজ সেই পাকিস্তানীরাই বাংলাদেশকে রোল মডেল মানছে।
এছাড়া আজ সকালে ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান জাতির পিতার জন্মদিন উপলক্ষে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে নবাবগঞ্জ এতিমখানার ছাত্রদের খাবার বিতরণসহ জন্মদিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
বাসস/সবি/এমএআর/১৮৪৫/কেকে