বাসস ক্রীড়া-৮ : লা লীগা : জয় দিয়েই সূচনা জিদানের, হারের স্বাদ অ্যাটলেটিকোর

203

বাসস ক্রীড়া-৮
ফুটবল-লা লীগা-রিয়াল-অ্যাটলেটিকো
জয় দিয়েই সূচনা জিদানের, হারের স্বাদ অ্যাটলেটিকোর
মাদ্রিদ, ১৭ মার্চ, ২০১৯ (বাসস/এএফপি) : রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনের পর জয় দিয়ে শুরু করলেন কোচ জিনেদিন জিদান। শনিবার লা লীগার ম্যাচে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে একই ব্যবধানে হেরে শিরোপার দৌঁড় থেকে পিছিয়ে পড়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদ। ওই হারে শীর্ষ পয়েন্টধারী বার্সেলোনা এখন ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।
আসরে বার্সা এককভাবে এগিয়ে গেলেও জিদানের অধীনে এসে কার্যকর হতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো সোলারির অধীনে ইসকো একবারের জন্যও মূল একাদশে সুযোগ না পেলেও শনিবার প্রথম সুযোগে বিরতির পর দলকে লীড এনে দিয়েছেন তিনি। করিম বেনজেমার যোগান থেকে ৬২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ইসকো। ৭৭ মিনিটে মার্সেলোর সহায়তা নিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যারেথ বেল। তাকেও শুরুতে প্রত্যাখ্যান করেছিলেন সাবেক কোচ সোলারি। পরে অবশ্য দলে ফিরিয়ে নিয়েছিলেন তাকে।
খেলা শেষে জিদান ফিরিয়ে আনা খেলোয়াড়দের প্রসঙ্গে বলেন, ‘এই খেলোয়াড়রা যা করে দেখিয়েছে, তাতে তাদের মুছে ফেলা যাবেনা। আমি সবাইকেই হিসেবে রেখেছি।’
এই জয়ের ফলে টানা চার ম্যাচে হারের অবসান ঘটল রিয়াল মাদ্রিদের। ফলে লীগের পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে রয়েছে জিদানের শিষ্যরা। তবে বার্সার চেয়ে পিছিয়ে রয়েছে ৯ পয়েন্টে। এই ফলাফল আপাতত তাদের মৌসুম শেষ করার জন্য খুবই ভাল। তবে এখানে জিদানের প্রথম কাজটি হবে দলটির মনোবলকে পুনঃপ্রতিষ্ঠিত করা।
জিদান বলেন, ‘দল সম্পর্কে আমার বক্তব্য খুবই সাদামাটা। আমি সবাইকে বলেছি মজা করার জন্য। এবং এক সঙ্গে দৌঁড়ানো এবং খেলার জন্য। যখন আমাদের কাছে বল থাকবেনা তখন সবাই যেন একতাবদ্ধ থাকি। যখন আমরা সেটি পারব, তখন আমাদের কি করতে হবে সেটি নির্ধারণ করব।’
জিদান বলেন, ‘এখনো ১০ খেলা হাতে রয়েছে। আজ কেইলর খেলেছে, কাল থিবুত খেলবে। রিয়াল মাদ্রিদের দুই থেকে তিনজন ভাল গোল রক্ষক দরকার। দেখা যাক আগামী বছর কি হয়।’
এদিকে সান মেমিসে অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পিছিয়ে পড়ে– তালিকার দ্বিতীয় স্থানধারী অ্যাটলেটিকো। ম্যাচের ৭৩ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় স্বাগতিক বিলবাও। ৮৫ মিনিটে কেনান কোড্রো স্বাগতিক দলের হয়ে ফের গোল করলে জয়ের আশা ছাড়তে হয় দিয়েগো সিমিওনের শিষ্যদের। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/স্বব