বাসস দেশ-২৬ : তিনটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

565

বাসস দেশ-২৬
গ্রন্থ-মোড়ক-উন্মোচন
তিনটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা, ১৬ মার্চ, ২০১৯ (বাসস) : অধ্যাপক হাসানুর রশীদ রচিত ও সংকলিত তিনটি গবেষণামূলক গ্রন্থের মোড়ক আজ উন্মোচন করা হয়েছে।
রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রন্থগুলো হচ্ছে- ‘সাতচল্লিশ থেকে স্বাধীনতা : বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন’ এবং ‘জননেত্রী শেখ হাসিনার জীবন ও রাজনীতি’।
পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। গ্রন্থসমূহের রচয়িতা অধ্যাপক হাসানুর রশীদ অনুষ্ঠানে বক্তৃতা রাখেন। গবেষক এম আর মাহবুব অনুষ্ঠান পরিচালনা করেন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এসবগ্রন্থে বাংলাদেশের ইতিহাসকে নির্মোহভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই গ্রন্থগুলো কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার গ্রন্থগুলোকে বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে বর্ণনা করে বলেন, গবেষকদের রেফারেন্স বুক হিসেবেও গ্রন্থগুলো কাজে লাগবে।
উল্লেখ্য, গৌরব প্রকাশনী এসব গ্রন্থ প্রকাশ করেছে।
বাসস/সবি/এমএন/২০২৭/অমি