বাসস দেশ-১৫ : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে : ডা. দীপু মনি

130

বাসস দেশ-১৫
সন্ত্রাস-রুখে দাঁড়ান-শিক্ষামন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে : ডা. দীপু মনি
চাঁদপুর, ১৬ মার্চ, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে এখন বিশ্বের কোন দেশই মুক্ত নয়। নিউজিল্যান্ডের মত শান্তি প্রিয় দেশেও এমন একটি জঘন্যতম ঘটনা ঘটলো। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
শনিবার চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় সন্ত্রাসী হামলার ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার খুব কাছেই ছিলেন বাংলাদেশের ক্রীকেট দলের খেলোয়াররা। তারা সকলেই নিরাপদে আছেন সেই জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান তিনি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যরা।
পরে শিক্ষামন্ত্রী কলেজের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাসস/সংবাদদাতা/এসই/১৭৪০/অমি