বাসস ক্রীড়া-১ : ভয়ংকর স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটাররা

173

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বাংলাদেশ
ভয়ংকর স্মৃতি নিয়ে নিউজিল্যান্ড ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটাররা
ক্রাইস্টচার্চ, ১৬ মার্চ ২০১৯ (বাসস) : ভয়ংকর স্মৃতি নিয়ে দেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় সিঙ্গাপুর এয়ারলাইনসে ১৯ সদস্যের দল নিউজিল্যান্ড ছাড়ে। এ ব্যাপারে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট আগেই বলেছিলেন, ‘বাংলাদেশ সময় ভোর ৫টায় দেশের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আশা করি, ঢাকায় রাত ১০টা ৪০ মিনিটে পৌছাতে পারবো। আমরা ১৯ জন দেশে ফিরব।’
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের দু’টি মসজিদে গতকাল স্থানীয় সময় বেলা দেড়টায় নামাজ পড়তে থাকা মুসল্লিদের উপর গুলি বর্ষন করেন অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট নামে এক হামলাকারী। এরমধ্যে আল নূর মসজিদে নামাজ আদায় করার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। হ্যাগলি ওভাল স্টেডিয়ামে অনুশীলন শেষে আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যান তামিম-মুশফিকরা। মসজিদে প্রবেশের মূর্হুতে স্থানীয় এক নারী সেখানে সন্ত্রাসী ঘঁনার কথা উল্লেখ করে সেখানে প্রবেশে নিষেধ করেন। ত ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
এই ঘটনার পরই বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টটি বাতিল করে দেয় দুই ক্রিকেট বোর্ড। যা আজ থেকে শুরু হবার কথা ছিলো।
বাসস/এএমটি/১১০০/স্বব