বাসস ক্রীড়া-১৮ : প্রথম দিনেই অলআউট আয়ারল্যান্ড; ২ উইকেটে ৯০ রান আফগানিস্তানের

283

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-দেরাদুন টেস্ট
প্রথম দিনেই অলআউট আয়ারল্যান্ড; ২ উইকেটে ৯০ রান আফগানিস্তানের
দেরাদুন, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : আফগানিস্তান বিপক্ষে দেরাদুন টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গেছে। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ৯০ রান করেছে আফগানিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে ৮২ রানে পিছিয়ে আফগানরা।
সিরিজের একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আফগানিস্তান বোলারদের তোপে ৮৫ রানেই নবম উইকেট হারিয়ে বসে আইরিশরা। তবে শেষ ব্যাটসম্যান টিম মুরতাগ ব্যাট হাতে জ্বলে উঠে আয়ারল্যান্ডের মুখ রক্ষা করেন। ৪টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে অপরাজিত ৫৪ রানের দুর্দান্ত ও দায়িত্বশীল ইনিংস খেলেন মুরতাগ। ফলে সম্মানজনক স্কোর পায় আয়ারল্যান্ড। এছাড়া জিওর্জি ডকরেল ৩৯ ও পল স্ট্রার্লিং ২৬ রান করেন। আফগানিস্তানের ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ নবী ৩টি করে এবং রশিদ খান-ওয়াকার সালামখেইল ২টি করে উইকেট নেন।
আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আহমেদ শাহজাদ ৪০ ও ইহসানউল্লাহ ৭ রান করে ফিরেন। তবে রহমত শাহ ২২ ও হাসমতউল্লাহ শাহিদি ১৩ রানে অপরাজিত আছেন। আউট হওয়া ২ ব্যাটসম্যানকে শিকার করেন ক্যামেরন ডাউ।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব