বাসস দেশ-১৩ : কাপাসিয়ায় টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কাল

294

বাসস দেশ-১৩
শতবর্ষ উদ্যাপন ও পুণর্মিলনী
কাপাসিয়ায় টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কাল
গাজীপুর, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : কাপাসিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।
প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শতবর্ষ র‌্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যা এ তিন পর্বে শতবর্ষ পূর্তির দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল আলম মানিকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, মিয়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান জানান, বিদ্যালয়টি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ১১১ বছর যাবৎ অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। নানা প্রতিকূলতার কারণে শতবর্ষ উদযাপন সম্ভব না হওয়ায় দেরিতে হলেও এ বছর সকলের সহযোগিতায় শতবর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় উদ্বোধন হয়ে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা ও স্মৃতিচারণ, র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৩৫/-এইচএন