বাসস দেশ-১১ : দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে : শিল্প প্রতিমন্ত্রী

281

বাসস দেশ-১১
শিল্প প্রতিমন্ত্রী-পানির পাম্প
দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে : শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের কষ্ট ও দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে।’
আজ রাজধানীর মধ্য কাফরুলের আইস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় পানির সঙ্কট উত্তরণে স্থাপিত নতুন পানির পাম্পের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রীর উদ্যোগ ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এই পানির পাম্পটি স্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নিজের সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিবেশীর সমস্যা ও কষ্টের দিকেও খেয়াল রাখতে হবে। সবাই একযোগে কাজ করলে সকল সমস্যা সমাধান করা সম্ভব।
তিনি বলেন, ‘সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দেশের জনগণকেও মূল্যবান অবদান রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মোল্লা।
বাসস/সবি/এমএআর/১৯১৫/-এমকে