বাসস ক্রীড়া-১৭ : ক্রাইস্টচার্চের হামলায় বাংলাদেশ দল উদ্বেগ প্রকাশ কোহলি-সরফরাজ-শোয়েবদের

149

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-
ক্রাইস্টচার্চের হামলায় বাংলাদেশ দল উদ্বেগ প্রকাশ কোহলি-সরফরাজ-শোয়েবদের
ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্তাসী হামলায় মর্মাহত পুরো ক্রিকেট বিশ্ব। সেই তালিকায় রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের দলনেতা সরফরাজ আহমেদ ও সাবেক পেসার শোয়েব আক্তারও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলি লিখেন, ‘শকিং অ্যান্ড ট্রাজিক। ক্রাইস্টচার্চের এই নৃশংস ঘটনায় যারা হতাহত হয়েছে, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা। আমার চিন্তা-চেতনা জুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভালো থাকুন।’
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ টুইট করে লিখেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার খবর শুনে দুঃখ পেলাম। আমার দোয়া এবং প্রার্থনা এই হামলায় নিহত এবং তাদের পরিবারের প্রতি। আল্লাহকে ধন্যবাদ যে, বাংলাদেশ ক্রিকেট দলকে রক্ষা করেছেন।’
শোয়েব আখতার লিখেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদের মধ্যে হামলার ঘটনা দেখে আমি হতভম্ভ। এখন আমরা প্রার্থনার জায়গাগুলোতেও নিরাপদ নেই।’
বাসস/এএমটি/১৯১০/স্বব