চ্যাম্পিয়ন্স লীগ : কোয়ার্টাফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-ম্যানচেস্টার উইনাইটেড

349

প্যারিস, ১৫ মার্চ, ২০১৯ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টারফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে। প্রিমিয়ার লীগের আরেক দল টটেনহাম হটসপার মোকাবেলা করবে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার সিটির। প্যারিসে আজ চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠিত হয়েছে।
অপর দুই কোয়ার্টারফাইনালের একটিতে লিভারপুল মোকাবেলা করবে এফ সি পোর্তোর এবং অপরটিতে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস ও আয়াক্স।
শেষ আট-এর মধ্যে চারটিই নিজেদের ক্লাব হওয়ায় ইউরোপের সর্বোচ্চ ক্লাব চ্যাম্পিয়নশীপে ইংলিশদের প্রত্যাশাটা এবার স্বাভাবিকভাবেই অনেক বেশি।
সর্বশেষ ২০০৯/১০ মৌসুমে প্রিমিয়ার লীগের চারটি দল টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
একই দিন সেমিফাইনালের ড্রও করেছে উয়েফা। শেষ চার-এ বার্সেলোনা- ম্যান ইউর বিজয়ী দল মোকাবেলা করবে লিভারপুল-পোর্তোর মধ্যকার বিজয়ী দলকে। অপর সেমিতে মুখোমুখি হবে হটসপার-সিটির মধ্যকার বিজয়ী বনাম আয়াক্স- জুভেন্টাস বিজয়ী।