মহান আল্লাহ’র প্রতি আমি কৃতজ্ঞ যে, আমার ভাই-সতীর্থদের রক্ষা করেছেন : সাকিব

226

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ত্রাসী হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় আজ বেলা ১টা ৩০ মিনিটে মসজিদে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসলিদের লক্ষ্য করে গুলি করে।’
এই হামলায় মর্মাহত বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে নিজের শোক প্রকাশ করে সাকিব বলেন, ‘কোনো ধরনের জঙ্গি কর্মকান্ড কখনোই সমর্থনযোগ্য নয়। নামাজ পড়তে থাকা নিরীহ মুসল্লীদের ওপর হামলা ন্যাক্কারজনক।
আমার দোয়া থাকবে এই কাপুরোষিচিত হামলায় হতাহতদের জন্য। আমাদের দলকে এই হামলার হাত থেকে নিরাপদ রাখা এবং সুস্থ্যভাবে হোটেলে ফেরত নেয়ায় আমি আল্লাহকে ধন্যবাদ জানাই।
নিউজিল্যান্ডে হওয়া হামলার ব্যাপারে কিছু বলার ভাষা নেই আমার। শুধু এটুকু বলতে চাই যে মহান আল্লাহ’র প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমার ভাই-আমার সতীর্থদের রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ্।’