বাসস ক্রীড়া-১৩ : ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক : মরিসন

129

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-
ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক : মরিসন
ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্দেহজনক ব্যক্তিকে হিসেবে নিজ দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তবে হামলাকারীর নাম প্রকাশ করেননি তিনি।
অস্ট্রেলিয়ার পত্রিকা দ্য সিডনি মর্নিং হেরাল্ডে এক প্রতিবেদন মরিসন বলেন, ‘ক্রাইস্টচার্চে একজন উগ্র ডানপন্থী জঙ্গি হামলা চালিয়েছেন। হামলাকারী অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাগরিক। তবে তার নাম প্রকাশ করা যাবে না।’
প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় আজ বেলা ১টা ৩০ মিনিটে হ্যাগলি ওভালে নূর মসজিদে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসলিদের লক্ষ্য করে গুলি করে।’
পরে কাছাকাছি আরও দু’টি মসজিদেও হামলা চালানো হয়। আল নূর মসজিদে হামলা চলাকালীন ঐ সন্ত্রাসী মাথার হেলমেটে থাকা ক্যামেরায় পুরোটি ঘটনাটি ভিডিও করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েও দেন। এটি এখন ফেসবুকে ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে, হামলাকারী নিজের বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে মসজিদের ভেতরে প্রবেশ করেন। মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের উপর অমানবিকভাবে গুলিবর্ষণ করেন।
বাসস/এএমটি/১৫০০/স্বব