বাজিস-৮ : রাঙ্গামাটিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

154

বাজিস-৮
রাঙ্গামাটি-প্রশিক্ষণ
রাঙ্গামাটিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
রাঙ্গামাটি, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ১৪ এবং ১৫ মার্চ দুদিনব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি আজ শুক্রবার শেষ হয়েছে। রাঙ্গামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হল রুমে ১ দিনে সকাল সাড়ে ৯টায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমান। এছাড়া নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার ২টায় ২দিনের এ প্রশিক্ষণ সমাপ্তি হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারসহ মোট ৩২৮ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৫২০/জহ/নূসী