জিদান হয়ে উঠতে পারেন রিয়াল মাদ্রিদের ত্রাতা : ইসকো

323

মাদ্রিদ, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : কঠিনতম সময় অতিক্রম করতে যাওয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনে জিনেদিন জিদানকে অভিবাদন জানিয়েছেন ক্লাবটির স্ট্রাইকার ইসকো। ২০১৬ সালের জানুয়ারিতে যোগ দিয়ে প্রথম দফায় ২৮ মাস রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জিদান। এ সময় জায়ান্ট ক্লাবটির ফাঁক-ফোঁকর দূর করে তিনি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লীগের তিনটি শিরোপা এনে দেয়ার পাশাপাশি জিতিয়ে দিয়েছিলেন লা লীগারও একটি শিরোপা।
তারপরও ২০১৮ সালের মে মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ফরাসি এই তারকা কোচ। মৌসুম জুড়ে টালমাটাল পারফর্মেন্সের কারণে পরবর্তী ৯ মাসের মধ্যে দু’জন কোচকে পরিবর্তন করেছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।
চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাধারীরা নিজেদের মাঠেই আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে ছিটকে পড়েছে টানা চতুর্থ শিরোপা জয়ের পথ থেকে। লা লীগায়ও তারা শীর্ষে অবস্থানকরী বার্সার চেয়ে পিছিয়ে রয়েছে ১২ পয়েন্টের ব্যবধানে। এমন পরিস্থিতিতে আগামীকাল শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লীগায় নতুন মিশন শুরু করবেন কোচ জিদান।
ইতোমধ্যে মাদ্রিদের আইকন হিসেবে প্রতিষ্টা পাওয়া ইসকোর বিশ্বাস ৪৬ বছর বয়সি জিদান তার অবর্তমানে ভেঙ্গে যাওয়া রিয়াল মাদ্রিদকে পুনর্গঠন করতে পারবেন। ফিরিয়ে আনতে পারবেন হারানো রাজত্ব।
তিনি বলেন, ‘আমরা সবাই তাকে জানি। খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন অসাধারণ। কোচ হিসেবেও তিনি সব কিছু অর্জন করতে পেরেছেন। তার রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তন সবার জন্যই চমৎকার বিষয়। সময় কঠিন হলেও এখন ক্লাবকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্বও তার। তিনি রিয়াল মাদ্রিদকে ভালবাসেন। আশা করি তিনি ফের আমাদের জয়ে নেতৃত্ব দিবেন।’