বাসস দেশ-৩ : বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোস্যাল সায়েন্স এন্ড ল’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

163

বাসস দেশ-৩
বরিশাল-বিশ্ববিদ্যালয়-সম্মেলন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সোস্যাল সায়েন্স এন্ড ল’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ সকালে ‘ফাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোস্যাল সায়েন্স এন্ড ল-২০১৯’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ যৌথভাবে এর আয়োজন করে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এস এম ইমামুল হক।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন, দিল্লী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অভিজিত দাস গুপ্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এর রিসার্চ ফেলো ড. শ্রুতি এস পাটনায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান।
সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমন্ডলী, দেশ ও দেশের বাইরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
সম্মেলনের সমাপনী পর্ব ১৬ মার্চ দুপুরে অনুষ্ঠিত হবে।
বাসস/এইচএএম/এসই/১৪৫৫/-এমএবি