বাসস বিদেশ-৩ : নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ‘অনেকের প্রাণহানি’

210

বাসস বিদেশ-৩
নিউজিল্যান্ড-হামলা
নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ‘অনেকের প্রাণহানি’
ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ১৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডে শুক্রবার জুম্মার নামাজের সময় দু’টি মসজিদে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অনেক মুসল্লি নিহত হয়েছেন। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এ হামলাকে জঘন্য উল্লেখ করে এ দিনকে ‘নিউজির‌্যান্ডের অন্ধকারতম দিন ’ হিসেবে অভিহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা সেখানে রক্তাক্ত অনেক লাশ দেখার কথা বলেছেন। এদের মধ্যে শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ হামলার ঘটনার ‘একেবারে পীড়াদায়ক ভিডিও ফুটেজ’ ইন্টারনেটে না দিতে পুলিশ সতর্ক করে দিয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।
এই দুই মসজিদের একটিতে নামাজ পড়তে যাওয়া এক ফিলিস্তিনি নাগরিক জানান, তিনি কোন এক ব্যক্তিকে মাথায় গুলি করতে দেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপি’কে বলেন, ‘আমি পরপর তিনটি গুলির শব্দ শুনতে পাই। এর প্রায় ১০ সেকেন্ডের মাথায় আবারো গুলি শুরু হয়।’
তিনি বলেনে, ‘এরপর লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করে। এদের অনেকের শরীরে রক্ত ছিল।’
তিনি আরো জানান, ভয় পেয়ে লোকজনের সাথে তিনিও ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। এ ঘটনায় সাউথ আইল্যান্ড নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, সশস্ত্র কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে।
এ হামলার সময় ক্রাইস্টচার্চের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদ আল-নুরে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল।
এদিকে দ্বিতীয় যে সমজিদে হামলা চালানো হয় সেটি লিনউড উপশহরে অবস্থিত।
বাসস/এমএজেড/১২৫৫/-এমএবি