নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য রক্ষা পেলো বাংলাদেশ ক্রিকেট দল

755

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানান, দলের অধিকাংশ সদস্য বাসে করে ক্রাইস্টচার্চে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান। তারা ওই মসজিদে প্রবেশের আগ মুহূর্তেই এ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
তিনি এএফপি’কে বলেন, ‘সেখানে নামাজ পড়তে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে থাকলেও তারা মানসিকভাবে আঘাত পেয়েছেন। আমরা দলের সকল সদস্যকে হোটেলে অবস্থান করারও কথা বলেছি।’
বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল টুইটারে এক বার্তায় বলেন, ‘ভয়াবহ এ হামলা থেকে পুরো দল রক্ষা পেয়েছে। এ এক ভীতিকর অভিজ্ঞতা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।’
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এ ঘটনায় অনেকে নিহত হয়েছেন। আরেক খেলোয়াড় মুশফিকুর রহিম টুইটার বার্তায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেছেন।’
তিনি বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান। আর কখনো এমন ঘটনা ঘটুক তা দেখতে চাই না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এ দলের সঙ্গে থাকা বাংলাদেশের ডেইলি স্টারের রিপোর্টার মাজহার উদ্দিন বলেন, তারা ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে পৌঁছালে তাদেরকে বলা হয়, মসজিদের ভিতরে গোলাগুলি চলছে।
তিনি বলেন, এ কথা শুনে ভীত বিহ্বল হয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়রা দ্রুত বাসে ওঠে মসজিদ ত্যাগ করে।