বাসস ক্রীড়া-১১ : প্রথমবারের মত ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন রাইস

176

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইংল্যান্ড
প্রথমবারের মত ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন রাইস
লন্ডন, ১৪ মার্চ, ২০১৯ (বাসস) : চলতি মাসে ইউরো ২০২০ বাছাইপর্বে চেক রিপাবলিক ও মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচের জন্য ইংল্যান্ড জাতীয় দল ঘোষনা করা হয়েছে। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ডিক্লান রাইস।
২০ বছর বয়সী এই তরুন মিডফিল্ডারের থ্রি লায়ন্সে ডাক পাওয়া সময়ের ব্যপার ছিল। গত মাসে আয়ারল্যান্ডের যুব দলে ও গত বছর সিনিয়র দলের হয়ে তিনটি প্রীতি ম্যাচেই তিনি নিজেকে প্রমান করেছেন। প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের হয়েও এবারের মৌসুমে রাইস দারুন ফর্মে রয়েছেন। এসব কিছুই গ্যারেথ সাউথগেটের বিবেচনায় তাকে আনতে বাধ্য করেছে।
২০১৮-১৯ মৌসুমে হ্যামার্সদের হয়ে রাইস সব ধরনের প্রতিযোগিতায় ৩১টি ম্যাচ খেলে দুই গোল করেছেন।
সাউদাম্পটনের হয়ে দারুন পারফর্ম করা জেমস ওয়ার্ড-প্রাউসকে নিয়ে অনেকে আশাবাদী হলেও শেষ পর্যন্ত সাউথগেটের বিবেচনায় তিনি আসতে পারেননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত নভেম্বরে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে অভিষেকেই গোল পাওয়া বোর্নমাউথ স্ট্রাইকার ক্যালুম উইলসন তার জায়গা ধরে রেখেছেন।
আগামী ২২ মার্চ চেক রিপাবলিককে আতিথ্য দিবে ইংল্যান্ড। তিনদিন পর মন্টেনেগ্রো সফরে যাবে সাউথগেট শিষ্যরা।
ইংল্যান্ড স্কোয়াড :
গোলরক্ষক : জ্যাক বাটল্যান্ড, টম হিটন, জর্ডান পিকফোর্ড।
ডিফেন্ডার : ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, বেন চিলওয়েল, মাইকেল কিন, হ্যারি মাগুইরে, ড্যানি রোস, লুক শ, জন স্টোনস, জেমস টারকোভস্কি, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার : রস বার্কলি, ডেলে আলি, ফাবিয়ান ডেল্ফ, এরিক ডায়ার, জর্ডান হেন্ডারসন, রুবেন লোফতাস-চিক, ডিক্লান রাইস।
ফরোয়ার্ড : হ্যারি কেন, মার্কোস রাশফোর্ড, জেডন সানচো, রাহিম স্টার্লিং ও ক্যালুম উইলসন।
বাসস/নীহা/১৭২০/স্বব