বাসস দেশ-১৬ : জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী

176

বাসস দেশ-১৬
নির্বাহী চেয়ারম্যান-সাক্ষাৎ
জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী
ঢাকা, ১৪ মার্চ, ২০১৯ (বাসস) : জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে বিডা’র কার্যালয়ে বাংলাদেশে জাপান দূতাবাসের কাউন্সিলর আসুহারু শিন্তো ও ফার্স্ট সেক্রেটারি তাকিশি শিমোকিওদা সাক্ষাতকালে এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন।
এই শিল্পে বিনিয়োগের ব্যাপারে তারা বাংলাদেশের সম্ভাব্য সকল প্রণোদনা ও তথ্য সংগ্রহের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সার্বিক সহযোগিতাও কামনা করেন।
এ সময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, অটোমোবাইল শিল্পে বিনিয়োগ বর্তমানে সময়োপযোগি একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বিশ্ববাজারে এ শিল্পের জন্য যথার্থ ভাবমূর্তি তৈরি করতেও আগ্রহী। বাংলাদেশের বাজার অটোমোবাইল শিল্পের জন্য যথেষ্ট পরিণত বলেও তিনি উল্লেখ করেন।
কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তাদের সাথে শুধুমাত্র অটোমোবাইল শিল্পের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান অটোমোবাইল শিল্পে জাপানের বিনিয়োগের ব্যাপারে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন।
বাসস/তবি/জেডআরএম/১৭২০/কেজিএ