নীলফামারীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন সমাপ্ত হবে আজ

450

নীলফামারী, ১১ মার্চ, ২০১৮ (বাসস) : জেলায় ৩ দিনের ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন আজ সন্ধ্যায় সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। গত শুক্রবার সন্ধ্যায় নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তিন দিনের ওই সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সন্জীদা খাতুনের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম ও সম্মেলন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক আহসান রহিম।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান, প্রতিনিধি সম্মেলন, রবীন্দ্র পদক ঘোষণা ও গুণী সম্মাননা, শোক প্রস্তাব পাঠ, সম্মেলনের প্রস্তাব পাঠ।
সন্ধ্যায় রয়েছে প্রদীপ জ্জ্বলন, সম্মেলক সঙ্গীত, রবিরশ্মি, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ দেবীপ্রসাদ রায় বলেন, ‘তিন দিনব্যাপী জাতীয় এ সম্মেলনে দেশের ৮৪টি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আট শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। নীলফামারীতে প্রথমবারের মত জাতীয় এ সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও, গুণীজন সম্মাননা, সেমিনার, নজরুল সঙ্গীত, নৃত্য, নাটক ও সৃজনশীল বাংলা গান, এ অঞ্চলের ভাওয়াইয়া গানের আয়োজন ছিল।