বাসস দেশ-৯ : এন.ইউতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

151

বাসস দেশ-৯
এনইউ-আলোচনা-সভা
এন.ইউতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা
ঢাকা, ১৪ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ে (এনইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় সিনেট হলে ‘সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’এ প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপ-কলেজ পরিদর্শক হোসনেয়ারা বেগম, উপ-পরিচালক সালমা পারভীন, শীলা বিশ্বাস প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৬৪০/কেজিএ