বাসস বিদেশ-৫ (লিড) : গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে প্রায় ২০০ নিখোঁজ

225

বাসস বিদেশ-৫ (লিড)
গুয়াতেমালা-আগ্নেয়গিরি
গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে প্রায় ২০০ নিখোঁজ
গুয়াতেমালা সিটি, ৬ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : গুয়াতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় মঙ্গলবার মোট ১৯২ জন নিখোঁজ রয়েছেন।
ন্যাশনাল কোঅর্ডিনেশন ফর ডিজাস্টার রিডাকশন অব গুয়াতেমালা (সিওএনআরইডি) এর নির্বাহী সচিব সার্জিও কাবানাস এক সংবাদ সম্মেলনে একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তিনি বলেন, স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত লাভা নিঃসরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।
সিওএনআরইডি জানায়, এই ঘটনায় ১৭ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে। এছাড়াও এতে ৩ হাজার ২৭১ জন বাস্তুচ্যুত হয়েছে এবং ২ হাজার ৬২৫ জন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে।
লাভায় একটি সেতু ধ্বংস হয়ে গেছে এবং দুটি বৈদ্যুতিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও লাভায় গুয়াতেমালা নগরীর লা আরোরা আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার থেকে বিমানবন্দরটি আবার চালু হয়েছে।
বাসস/কেএআর/১৩১০/এমএবি