ফের আলোচনায় বসতে সম্মত নিকারাগুয়ার সরকার ও বিরোধী দল

246

মানাগুয়া, ১৪ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিকারাগুয়ার সরকার ও বিরোধী দল বুধবার কয়েকমাস ধরে চলা দেশটির রাজনৈতিক সংকট নিরসনে ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। সরকার বিরোধী সমাবেশ চলাকালে আটক হওয়া কিছু বিক্ষোভকারীকে মুক্তি দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ রাজি হওয়ায় তারা আলোচনায় বসতে সম্মত হয়। খবর এএফপি’র।
সরকার ও বিরোধী সিভিক অ্যালায়েন্স জোট জানায়, এ আলোচনা বৃহস্পতিবার শুরু হবে। প্রায় ১১ মাস আগে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমনপীড়নে দেশটিতে ৩২৫ জন নিহত এবং ৭ শতাধিক লোককে আটক করা হয়। এতে হাজার হাজার লোক দেশ ছেড়ে পালিয়ে যায়।