বাজিস-৪ : জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচী গ্রহণ

143

বাজিস-৪
জয়পুরহাট-বঙ্গবন্ধুর জন্মদিবস
জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
জয়পুরহাট, ১৪ মার্চ, ২০১৯ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৯ পালন উপলক্ষে দু’দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে জয়পুরহাটের জেলা প্রশাসন।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস। শিশুদের মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে গড়ে তোলার লক্ষ্যে এ দিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষ্যে গৃহীত দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র ’ খোকা থেকে বঙ্গবন্ধ’ প্রদর্শনী। ১৭ মার্চ সকালে সার্কিট হাউস থেকে আনন্দ র‌্যালি বের করা হবে, র‌্যালি শেষে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যস্তবক অর্পণ করা হবে। এ ছাড়াও আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, পঙ্গু ব্যক্তিদের মাঝে কৃত্তিম পা বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ও শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুলিশ, বিএনসিসি, স্কাউটস, রোভার, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে আনন্দ র‌্যালিটি সাকির্ট হাউজ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে শেষ হবে। এখানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটির সুচনা করা হবে বলে বাসস’কে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। গৃহীত সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৫০/নূসী