বাজিস-২ : নড়াইলে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ক প্রশিক্ষণ

165

বাজিস-২
নড়াইল-প্রশিক্ষণ
নড়াইলে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ক প্রশিক্ষণ
নড়াইল, ১৪ মার্চ ২০১৯ (বাসস) : আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ৩য় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ২ দিন ব্যাপী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদর উপজেলা রির্টানিং কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
১ম দিনে ৯১ জন প্রিজাইডিং ও ৫৪৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং অতিরিক্ত ৩২ জনসহ মোট ৬৭২ জন প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং এবং ২ দিনে ১১৫৩ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরন বিধি, ভোট গ্রহণের পদ্ধতিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলা ও উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২১৬/নূসী