জাতীয় শিশু কিশোর দিবস আগামী ১৭ মার্চ : বিনামূল্যে চিকিৎসা সেবার নির্দেশনা

359

ঢাকা, ১৩ মার্চ, ২০১৯ (বাসস) : আগামী ১৭ মার্চ (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস।
এ উপলক্ষে ওইদিন সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।
এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ওইদিন সকল হাসপাতালে মানসম্মত খাবার পরিবেশন এবং শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা হবে।
এছাড়াও বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।