উন্নত জাত উদ্ভাবনে দুধ ও মাংসের চাহিদা পূরণ করা সম্ভব

195

রাঙ্গামাটি, ৬ জুন, ২০১৮ (বাসস) : বর্তমান সরকার খামারীদের অর্থনৈতিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে নিত্য-নতুন উদ্ভাবন প্রযুক্তি বিনামূল্যে গ্রাম-গঞ্জে পৌঁছে দিচ্ছে। কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ যথাযথভাবে অনুধাবন করে কাজে লাগানো সম্ভব হলে উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে এলাকায় দুধ ও মাংসের চাহিদা পুরণ করা সম্ভব।
জুরাছড়ি উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে মঙ্গলবার তিন দিনব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে বক্তারা একথা বলেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী প্রশিক্ষণে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা উপস্থিত ছিলেন। এ সময় রির্সোস সেন্টারের ইন্সেট্রক্টর মোঃ মরশেদুল আলমের উপস্থাপনায় কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প (তৃতীয় পর্যায়) নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মনোরঞ্জন ধর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদার।
প্রশিক্ষণে উপজেলার ৪০ খামারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি আগামী ৭ জুন শেষ হবে।