বাসস দেশ-১৬ : আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ঢাকা মোটর শো’

142

বাসস দেশ-১৬
ঢাকা-মোটর-শো
আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ঢাকা মোটর শো’
ঢাকা, ১৩ মার্চ, ২০১৯ (বাসস): দেশের ক্রেতা বৃদ্ধির কথা বিবেচনা করে রাজধানী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন পণ্যের প্রদর্শনী ‘আন্তর্জাতিক মোটর শো’। সিইএমএস বাংলাদেশ ও সিইএমএস গ্লোবাল আয়োজিত এই তিন দিনব্যাপী প্রদর্শনীতে থাকছে ব্র্যান্ড নিউ মোটর বাইক, বানিজ্যিক গাড়ি ও স্বয়ংক্রিয় সব যন্ত্রাংশ।
প্রদর্শনীতে মোটর শো’র পাশাপাশি আরো অংশ নেবে পঞ্চম ঢাকা বাইক শো ২০১৯, তৃতীয় ঢাকা কমার্শিয়াল ভিহিক্যাল শো ২০১৯, চতুর্থ ঢাকা অটো যন্ত্রাংশ শো ২০১৯। অয়োজকরা একথা জানিয়েছে। এরআগে সিইএমএস বাংলাদেশের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেছেন, এবারের প্রদর্শনীতে ১৬ টি দেশের ২৫৬ কোম্পানি অংশ নেবে।
তিনি বলেন, কোম্পানিগুলো বাংলাদেশ, জার্মানী, ইতালি, ফ্রান্স, আমেরিকান, জাপান, চীনা, ভারতীয় ও মালয়েশিয়ার বিখ্যাত সব ব্র্যান্ড প্রদর্শন করবে। ‘আমরা কিছু নতুন গাড়ি প্রদর্শন করবো যার দাম রিকন্ডিশন্ড গাড়ির কাছাকাছি।’
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান অটো লোনের বিভিন্ন আকর্ষনীয় অফার নিয়ে অংশগ্রহণ করবে।
প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত।
বাসস/অনু-এএএ/১৮৩৫/কেএমকে