বাসস দেশ-১২ : শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫কেজি সোনাসহ দু’বিদেশী আটক

168

বাসস দেশ-১২
বিমানবন্দর-স্বর্ণ-উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৫কেজি সোনাসহ দু’বিদেশী আটক
ঢাকা, ১৩ মার্চ, ২০১৯ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার ৫ কেজি ৫৬০ গ্রাম ওজনের ৪৮পিস সোনার বারসহ দুই চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।
আটকরা হলেন- চেন জিফা (২৯) ও ডিং শো সেং (৩৫)। তারা চীনের হুবেই-এর বাসিন্দা। আটককৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা।
এ ঘটনায় আজ দুপুরে বিমানবন্দর থানায় সোনা চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী আজ বাসস’কে ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন চেন জিফা এবং ডিং শো সেং।’
তিনি জানান, বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হয়ে ৯ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় আসার সময় ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা দুই চীনা নাগরিকের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে। তাদের লাগেজ খুলে ‘জিপাস’ ব্র্যান্ডের দুটি ‘সোলার হোম সিস্টেম’ পাওয়া যায়। সোলার সিস্টেমের মধ্যে থাকা ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃতদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮০০/এমকে