বাজিস-২ : মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময়

158

বাজিস-২
মেহেরপুর-মতবিনিময়
মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময়
মেহেরপুর ৬ জুন, ২০১৮ (বাসস) : সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে এক মতবিনিয় সভা আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলরায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারই প্রথম নির্বাচনী ইসতেহারের মাধ্যমে দেশের উন্নয়ন করেছেন। আমরা এখন নিম্ম মধ্যম আয়ের দেশে বসবাস করছি। এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে যাচ্ছে বর্তমান সরকার। এ সরকারের সময়েই বাংলাদেশ ডিজিটালাইজেশন হয়েছে। যার মধ্যমে এক আঙ্গুলের ডগায় সারা বিশ্বকে দেখা যায়, একারণেই সারা বিশ্বের খবর পাওয়া যায়। ৩০ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আর পিছনে নিয়ে যেতে চাই না। তাই বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন যাতে সম্পন্ন হয় সে জন্য সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান এমনকি একজন সুনাগরিক হিসেবে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সিভিল সোসাইটির সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২৫০/নূসী