লিবিয়ায় বিদেশী বিমান হামলায় ৪ জঙ্গি নিহত

267

ত্রিপোলী, ৬ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): লিবিয়ার রাজধানী ত্রিপোলী থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত বানি ওয়ালিদ নগরীর উপকণ্ঠে মঙ্গলবার একটি বিদেশী বিমান হামলায় চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
বানি ওয়ালিদের যৌথ নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘একটি অজ্ঞাত পরিচয় বিদেশী বিমান হামলায় ইসলামিক স্টেট’র (আইএস) চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বানি ওয়ালিদের উপকণ্ঠে কামকুম উপত্যকার বিগিলা এলাকায় অবস্থিত তাদের সদরদপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’
স্থানীয় সময় দুপুর দেড়টায় এ হামলা চালানো হয়। সূত্র জানায়, লিবিয়ার বিমানবাহিনীর এ ধরনের নিখুঁত বিমান হামলার সক্ষমতা না থাকায় মার্কিন ড্রোন এয়ারক্রাফট থেকে এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।