বাসস ক্রীড়া-৩ : জকোভিচ-ওসাকা-হালেপের বিদায়; নাদাল-ফেদেরার শেষ ষোলোতে

154

বাসস ক্রীড়া-৩
টেনিস-ইন্ডিয়ান ওয়েলস
জকোভিচ-ওসাকা-হালেপের বিদায়; নাদাল-ফেদেরার শেষ ষোলোতে
ইন্ডিয়ান ওয়েলস (যুক্তরাষ্ট্র), ১৩ মার্চ ২০১৯ (বাসস) : ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। অবাছাই জার্মানীর ফিলিপ কোলেশচেইবারের কাছে সরাসরি সেটে হারেন জকোভিচ। এছাড়া মহিলা এককেও ছিলো অঘটনের দিন। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন র‌্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় জাপানের নাওমি ওসাকা ও দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সিমোনা হালেপ।
গত বছর মেলবোর্নে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন জকোভিচ। রেকর্ড সাতবার ইউএস ওপেনের শিরোপা জিতেন তিনি। ঐ শিরোপার পর ইন্ডিয়ান ওয়েলসে প্রথম খেলতে নামেন জকোভিচ। এই রাউন্ডে কোলেশচেইবারের বিপক্ষে রেকর্ড বেশ ভালো ছিলজকোভিচের। আগের নয়বারের মুখোমুখিতে আটবারই জয় পান তিনি। তাই কোলেশচেইবারের বিপক্ষে জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্যে তৃতীয় রাউন্ডে খেলতে নামেন জকোভিচ। কিন্তু র‌্যাংকিংয়ে ৩৯তম স্থানে থাকা কোলেশচেইবারের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান জকোভিচ।
ম্যাচ জয়ের পর কোলেশচেইবার বলেন, ‘এটি খুবই বিশেষ একটি মুহূর্ত। বড় তারকার সাথে খেলতে পারাটা সবসময়ই আনন্দের। কিন্তু বেশিরভাগ সময় জকোভিচ আমাকে হারিয়েছে।’
বৃষ্টির কারণে এ ম্যাচটি মাঝে কিছুক্ষণ বন্ধও ছিলো। বৃষ্টি শেষে খেলা শুরু হলেও এমন কন্ডিশনে খেলাটা কঠিনই ছিলো বলে জানান জকোভিচ, ‘কোলেশচেইবারের বিপক্ষে অনেক সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। আজকের কন্ডিশন অনেক বেশি ভিন্ন ছিলো। বল অনেক বেশি বাউন্স করেছে। এমন কন্ডিশনে খেলা কঠিন।’
এদিকে, ফেভারিটের তকমা নিয়েই শেষ ষোলোতে খেলতে নেমেছিলেন ওসাকা। এই রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ছিলেন ২৩তম বাছাই সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। প্রথম সেট থেকেই উজ্জীবিত ছিলেন বেনচিচ। ফলে ৬৬ মিনিটের ব্যবধানে ৬-৩, ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন তিনি। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন বেনচিচ।
ম্যাচ হেরে ওসাকা বলেন, ‘আমি ভালো খেলতে পারিনি। এই হারে আমি সত্যিই দুঃখিত ও হতাশ।’
বেনচিচ বলেন, ‘ওসাকার বিপক্ষে জিততে পারবো, এমনটা আমি ভাবিনি। এই জয়ে আমি খুবই আনন্দিত। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে। ঐ ম্যাচগুলোতে ভালো করতে চাই।’
বেনচিচের মত অঘটনের শিকার হয়েছেন হালেপ। অবাছাই চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভনড্রসোভার কাছে ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে হেরে যান হালেপ। ম্যাচ শেষে হালেপ বলেন, ‘এ ম্যাচে আমি অনেক বেশি পরিশ্রম করেছি। কিন্তু আমি অনেক বেশি রক্ষণাত্মক ছিলাম। তবে যা করতে চেয়েছি তা করতে পারিনি।’
বাসস/এএমটি/১৫২০/মোজা/নীহা