জয়পুরহাটে বীজ উৎপাদন ও সংরক্ষণের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

207

জয়পুরহাট, ১৩ মার্চ, ২০১৯ (বাসস) : কৃষক পর্যায়ে বীজের আদ্রতা নির্ণয়, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস ও প্রশিক্ষণ আজ বুধবার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কান্দি গ্রামের কৃষক মোস্তাকের জমিতে অনুষ্ঠিত হয়।
কৃষি বিভাগ জানায়, কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রতিটি ইউনিয়নে একজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কৃষকের মাধ্যমে স্থানীয় ভাবে মানসম্মত বীজ সহজলভ্য করার উদ্যোগের অংশ হিসাবে ওই মাঠ দিবসের আয়োজন করে স্থানীয় কৃষি বিভাগ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষিবিদ সেরাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে মানসম্মত বীজ নিয়ে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কামাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিশু আকতার প্রমূখ। মাঠ দিবসে আদ্রতা মাপক যন্ত্রের সাহায্যে বীজের আদ্রতা নির্ণয়, বীজ উৎপাদন ও সংরক্ষণের কলাকৌশল বিষয়ে হাতে-কলমে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ভাদসা ইউনিয়নের ৩ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সহ ওই এলাকার ৯০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।