বাসস বিদেশ-৫ : ভেনিজুয়েলায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, মাদুরোকে উৎখাতের অঙ্গীকার গুয়াইদোর

166

বাসস বিদেশ-৫
ভেনিজুয়েলা-রাজনীতি
ভেনিজুয়েলায় হাজার হাজার মানুষের বিক্ষোভ, মাদুরোকে উৎখাতের অঙ্গীকার গুয়াইদোর
কারাকাস, ১৩ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো ‘খুব শিগগিরই’ নিকোলাস মাদুরোকে উৎখাতের অঙ্গীকার করেছেন। দেশটিতে মাদুরো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক রাজপথে নেমে আসার পর মঙ্গলবার তিনি এমন অঙ্গীকার করেন। খবর এএফপি’র।
বারবার শ্লোগান দেয়া সমর্থকদের উদ্দেশ্যে গুয়াইদো বলেন, ‘আমাদের কাজ করার জন্য একটি দপ্তর প্রয়োজন। দেশের সশস্ত্র বাহিনী পুরোপুরি আমাদের পক্ষে থাকায় আমরা মিরাফ্লোরেসে খুব শিগগিরই আমাদের দপ্তর খুঁজে বের করতে পারবো।’
বিক্ষোভকারীরা রাজধানীর পূর্বে একটি স্কয়ারে জড়ো হয়েছে। সেখানে তারা সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের পাত্র ও গাড়ির হর্ণ বাজিয়ে শব্দ করতে দেখা যায়। সেখানে অনেককে ‘মাদুরো চলে যাও’ এমন লেখা সম্বলিত বিভিন্ন ব্যানার উড়াতে দেখা গেছে।
গুয়াইদো বলেন, ‘বর্তমানে ভেনিজুয়েলার পরিস্থিতি খুবই জটিল হয়ে পড়েছে। আমরা আশা করছি এই সরকারের পরিবর্তন হবে।’
গুয়াইদো বলেন, ‘সাহস ও শক্তি নিয়ে আমি আপনাদেরকে আপনাদের নিজের ওপর বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলা অন্ধকার থেকে বেরিয়ে আসবে এবং খুব শিগগিরই অন্যায়ভাবে ক্ষমতা ধরে রাখার অবসান ঘটবে।’
উল্লেখ্য, বিশ্বের ৫০টিরও বেশি দেশ ভেনিজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।
বাসস/এমএজেড/১-৩০/জুনা