বাজিস-৩ : ভোলায় ৫০ মণ পোয়াসহ মিশ্র মাছ উদ্ধার

255

বাজিস-৩
ভোলা-মাছ-উদ্ধার
ভোলায় ৫০ মণ পোয়াসহ মিশ্র মাছ উদ্ধার
ভোলা, ১৩ মার্চ, ২০১৯ (বাসস) : জেলার উপজেলা সদর থেকে মঙ্গলবার রাতে কোস্ট গার্ড সদস্যরা ৫০ মণ পোয়াসহ মিশ্র জাতের মাছ উদ্ধার করেছে। উপজেলার ইলিশা-জংশন এলাকা থেকে ১৩টি কার্টুনে এ মাছ উদ্ধার করা হয়। তবে মাছের কেউ মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামাল হোসেন বাসস’কে জানান, ধারণা করা হচ্ছে মাছগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হচ্ছিল। উদ্ধারকৃত মাছ আজ সকালে নিলাম দিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষা ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধিতে মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার (অভয়াশ্রম) এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়টা মূলত মাছের ডিম দেয়ার সময়। তাই ডিম ছাড়ার পক্রিয়া নির্বিঘœ করতে যে কোন মৎস্য শিকার, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
বাসস/এইচ এ এম/কেইউ/১১৪৭/নূসী