বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : রেলমন্ত্রী

393

ঢাকা, ১২ মার্চ, ২০১৯ (বাসস) : রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এজন্য বই আকারে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আবুল হোসেন পিস ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা আবুল হোসেন রচিত ‘বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এর বাস্তব ঘটনাপ্রবাহ তুলে ধরে বই প্রকাশ করলে পরবর্তী প্রজন্ম ইতিহাস জানতে পারবে।
‘বাংলাদেশের রাজনীতি’ বইটি দুটি খন্ডে বিভক্ত। ১ম খন্ড মুক্তিযুদ্ধের ইতিহাস সহ ১৯৭৫ পর্যন্ত এবং ২য় খন্ড ১৯৭৫ থেকে ২০১৮ পর্যন্ত।
সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারির সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব মীর আসালত প্রমুখ বক্তব্য রাখেন।