বাসস দেশ-২৬ : কৃষিমন্ত্রীর শ্বশুর শামসুদ্দিনের দাফন সম্পন্ন

296

বাসস দেশ-২৬
শামসুদ্দিনÑদাফন
কৃষিমন্ত্রীর শ্বশুর শামসুদ্দিনের দাফন সম্পন্ন
টাঙ্গাইল, ১২ মার্চ, ২০১৯ (বাসস) : সাবেক যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
মরহুম শামসুদ্দিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের শ্বশুর।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা নেভী হেডকোয়ার্টার জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গরাশিন গ্রামের বাড়িতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে গড়াশিন কুমুল্লী নামদার খানপাড়া স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় জেলা প্রশাসক শহীদুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সোমবার রাত ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮৪৫/-জেহক