দুর্নীতি মামলায় পুলিশ সার্জেন্টের ৭ বছরের জেলসহ অর্থদন্ড

178

ঢাকা, ১২ মার্চ, ২০১৯ (বাসস) : অবৈধ সম্পদের বিবরণের দাখিল সংক্রান্ত দুদকের আনা মামলায় আলাদা দুই ধারায় পুলিশ সার্জেন্ট আজহার আলীকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, আলাদা দুই ধারায় সার্জেন্ট আজহারকে এই সাত বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়। এর মধ্যে ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের ২৬(২) ধারায় দুই বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড। অর্থদন্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয়া হয়।
এছাড়া ২৭ (১) ধারায় ৫ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অর্থদন্ডের টাকা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয় আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।