বাসস ক্রীড়া-৫ : নিউজিল্যান্ডের কাছে সপ্তমবারের মত ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ

118

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ওয়েলিংটন টেস্ট
নিউজিল্যান্ডের কাছে সপ্তমবারের মত ইনিংস ব্যবধানে টেস্ট হারলো বাংলাদেশ
ওয়েলিংটন, ১২ মার্চ ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের কাছে ওয়েলিংটন টেস্ট ইনিংস ও ১২ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই নিয়ে সপ্তমবারের মত নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে ম্যাচ হারলো টাইগাররা।
২০০১ সালের ডিসেম্বরে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। ইনিংস ও ৫২ রানে হার দিয়ে কিউইদের বিপক্ষে লড়াই শুরু করেছিলো টাইগাররা। এরপরের টানা তিন ম্যাচও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এরমধ্যে একটি নিউজিল্যান্ডের মাটিতে, অন্যটি বাংলাদেশের মাটিতে।
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের পঞ্চম ইনিংস ব্যবধানে হারটি ছিলো ২০০৮ সালে। ওয়েলিংটনে ঐ টেস্টটি ইনিংস ও ১৩৭ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর ১১ বছর পর চলতি সিরিজের প্রথম ম্যাচে আবারো ইনিংস ব্যবধানে ম্যাচ হারে টাইগাররা। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে হেরে যায় বাংলাদেশ। আর আজ দ্বিতীয় টেস্টও ইনিংস ব্যবধানে হারলো মাহমুদুল্লাহ’র দল।
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারগুলো :
হার ভেন্যু সাল
ইনিংস ও ৫২ রানে হ্যামিল্টন ২০০১
ইনিংস ও ৭৪ রানে ওয়েলিংটন ২০০১
ইনিংস ও ৯৯ রানে ঢাকা ২০০৪
ইনিংস ও ১০১ রানে চট্টগ্রাম ২০০৪
ইনিংস ও ১৩৭ রানে ওয়েলিংটন ২০০৮
ইনিংস ও ৫২ রানে হ্যামিল্টন ২০১৯
ইনিংস ও ১২ রানে ওয়েলিংটন ২০১৯
বাসস/এএমটি/১৪১৫/নীহা