বাসস বিদেশ-৪ : হংকংয়ে তেলবাহী ট্যাংকারের সঙ্গে জেলে নৌযানের সংঘর্ষ

158

বাসস বিদেশ-৪
হংকং-দুর্ঘটনা
হংকংয়ে তেলবাহী ট্যাংকারের সঙ্গে জেলে নৌযানের সংঘর্ষ
হংকং, ১২ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : হংকংয়ের লামা দ্বীপের অদূরে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি মাছ ধরার নৌযানে মঙ্গলবার সকালে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে মাছধরার নৌযানটি ডুবে গেছে।
পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের এক নারী মুখপাত্র বলেন, তেলবাহী ট্যাংকারটিতে ১৩ আরোহী ছিল। এদের সকালেই নিরাপদ রয়েছে।
জনপ্রিয় পর্যটন দ্বীপ লামার কাছে এই দুর্ঘটনা ঘটে। এই সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
কর্মকর্তারা বলেন, ট্যাংকারটি ওই সময় কোন তেল বহন করছিল না এবং জাহাজে কোন ধরনের ছিদ্র হয়নি। তাই সম্ভাব্য পরিবেশ দূষণের কোন আশঙ্কা নেই।
উল্লেখ্য, ২০১৭ সালে চীনের মূল ভূখ- থেকে হংকংগামী একটি তেলবাহী জাহাজ দুর্ঘটনায় এক হাজার টন পাম তেল পানিতে মিশে যায়। যা পরিবেশের জন্য মারাত্মাক হুমকি। এতে হংকং উপকূলে কিছু তেল পৌঁছে বেশ কিছু মাছ মারা যায়। এছাড়াও সৈতকটিকে বন্ধ করে দেয়া হয়েছিল।
বাসস/কেএআর/১১৫৫/এমএবি