ব্রাসেলসে ইহুদি জাদুঘরে হত্যাকান্ড চালানো ব্যক্তির যাবজ্জীবন

389

ব্রাসেলস, ১২ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ইহুদি জাদুঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে চারজনকে হত্যার দায়ে দেশটির এক আদালত মঙ্গলবার এক ফরাসি জিহাদিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। জনাকীর্ণ আদালতে এ মামলার শুনানী চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে ‘কাপুরুষ’ ও ‘মানসিক রোগী’ হিসেবে আখ্যায়িত করেন। খবর এএফপি’র।
সন্ত্রাসী হামলার চালানোর দায়ে মেহদি নেমৌশে নামের ওই জিহাদিকে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করা হয়।
সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে ২০১৪ সালের মে মাসে বেলজিয়ামের রাজধানীতে ইহুদিদের ওপর ওই বন্দুক হামলা চালায় মেহদি।
আদালত জানায়, ৩৩ বছর বয়সী মেহদি এই হত্যাকা-ের জন্য মোটেও দুঃখ প্রকাশ করেনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইভেস মোরেয়াউ বলেন, ‘নেমৌশে আপনি একজন কাপুরুষ। আপনি পিছন থেকে গুলি করে মানুষকে হত্যা করেছেন। আপনি একটি রাইফেল দিয়ে বৃদ্ধ নারীকে হত্যা করেছেন। আপনি মানুষকে হত্যা করেছেন, কারণ এটা আপনাকে আনন্দ দেয়।’