ডিআরএস নিয়ে প্রশ্ন তুললেন কোহলি

229

মোহালি, ১১ মার্চ ২০১৯ (বাসস) : সফরকারী অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের টার্গেট দিয়েও সিরিজের চতুর্থ ওয়ানডেতে হারের লজ্জা পায় স্বাগতিক ভারত। গতরাতে পিটার হ্যান্ডসকম্বের ১১৭ ও ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা অ্যাস্টন টার্নারের ৪৩ বলে অপরাজিত ৮৪ রানের সুবাদে ৪ উইকেটে মোহালির ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা আনে অস্ট্রেলিয়া। এমন হারের জন্য ডিসিশন রিভিউ সিস্টেমকে (ডিআরএস) ও নিজেদের ফিল্ডিং-কে ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামে ভারত। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় ভারত। দুই ওপেনারের ১৯৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৯৫ রানে থামলেও ১৪৩ রান করেন শিখর ধাওয়ান। এতে ৯ উইকেটে ৩৫৮ রানের বিশাল পুঁজি পায় ভারত।
অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের টার্গেট দিয়ে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিতের স্বপ্ন দেখছিলো ভারত। কিন্তু ভারতের স্বপ্ন চুরমার করে দেন হ্যান্ডসকম্ব ও টার্নার। সেঞ্চুরি তুলে অস্ট্রেলিয়াকে জয়ের লড়াইয়ে টিকিয়ে রাখেন হ্যান্ডসকম্ব। আর শেষ দিকে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে কারিশমা দেখান টার্নার। ৫টি চার ও ৬টি ছক্কায় মাত্র ৪৩ বলে অপরাজিত ৮৪ রান করে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন তিনবার জীবন পাওয়া টার্নার।
মাঠে নেমে শুরুর দিকেই স্টাম্পিং-এর হাত থেকে রক্ষা পান টার্নার। এরপর দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দু’বার ক্যাচ দিয়ে বেঁেচ যান তিনি। তাই ম্যাচ শেষে দলের ফিল্ডিং’কে দোষারোপ করেছেন ভারতের অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিং মোটেও ভাল হয়নি। খুবই বাজে ফিল্ডিং হয়েছে। স্টাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেছি। ফিল্ডাররাও ক্যাচ ফেলেছে। তাদের সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল।’
এছাড়া শিশিরের কারণে ফিল্ডার ও বোলারদের সমস্যা করেছে বলে জানান কোহলি। তিনি বলেন, ‘উইকেট ভাল ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে শিশিরের জন্য বল করা কঠিন হয়ে পড়ে। তাই কেদার-বিজয়-কুলদীপ-চাহালরা পরের দিকে আর ভালো পারফরমেন্স করতে পারেনি। সাথে ফিল্ডাররাও সহজ ক্যাচ ফেলে দেয়।’
তবে ম্যাচ হারের জন্য কোহলি বেশি ক্ষুব্ধ হয়েছেন ডিআরএস নিয়ে। দু’বার ডিআরএস নিয়েও নিজেদের পক্ষে ফল আনতে ব্যর্থ হয় ভারত। অথচ টিভি রিপ্লেতে দেখা যায়, ভারতের ডিআরএস-এ প্রতিপক্ষের ব্যাটসম্যানরা আউটই ছিলেন। এ ব্যাপারে কোহলি বলেন, ‘ডিআরএস’এর ফল আমাদের সবাইকে বেশ অবাক করেছে। এর আগের ওয়ানডেগুলোতেও কিছু কিছু ভুল ছিলো। ডিআরএস তেমন ধারাবাহিক নয়। এর কারনে আমরা খেলায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে আসেনি।’