ডি ককের সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

211

ডারবান, ১১ মার্চ ২০১৯ (বাসস) : ডি ককের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক প্রোটিয়ারা বৃষ্টি আইনে ৭১ রানে হারিয়েছে সফরকারী শ্রীলংকাকে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়েও গেল দক্ষিণ আফ্রিকা।
ডারবানে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় শ্রীলংকা। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও, ওপেনার ডি ককের সেঞ্চুরির সাথে মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩১ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।
দলকে বড় সংগ্রহ এনে দিতে বড় অবদান রাখেন ডি কক। ১০৪তম ম্যাচে ওয়ানডেতে ১৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৬টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১২১ রান করেন ডি কক। এছাড়া ভ্যান ডান ডুসেন ৫০, ডেভিড মিলার অপরাজিত ৪১, আন্দিলে ফেলুকুওয়াও ১৫ বলে অপরাজিত ৩৮ ও অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ৩৬ রান করেন। শ্রীলংকার ইসুরু উদানা ২ উইকেট নেন।
জবাবে ১৬ দশমিক ২ ওভারে ৩ উইকেটে ৭৬ রান তুলে শ্রীলংকা। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে বৃষ্টি আইনে ২৪ ওভারে ২ উইকেটে ১৯৩ রানের নতুন লক্ষ্য পায় শ্রীলংকা। অর্থাৎ নতুন টার্গেটে শ্রীলংকার জয়ের জন্য প্রয়োজন পড়ে ৪৬ বলে ১১৭ রান। হাতে উইকেট ছিলো ৭টি।
কিন্তু ইনিংসের বাকী ৪৬ বল থেকে মাত্র ৪৫ রান যোগ করতে পারে শ্রীলংকা। নির্ধারিত ২৪ ওভারে ৫ উইকেটে ১২১ রান করতে সক্ষম হয় লংকানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ৪১ ও ওসাদা ফার্নান্দো ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ১৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ডি কক।
আগামী ১৩ মার্চ পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে।