বাসস ক্রীড়া-১৬ : দুই নাইমের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচও জিতলো রূপগঞ্জ

144

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
দুই নাইমের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচও জিতলো রূপগঞ্জ
ঢাকা, ১১ মার্চ ২০১৯ (বাসস) : মোহাম্মদ নাইম ও অধিনায়ক নাইম ইসলামের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচও জিতলো লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ ২৩ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচে রূপগঞ্জ ৩ উইকেটে হারিয়েছিলো ব্রাদার্স ইউনিয়নকে।
সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় শাইনপুকুর। ব্যাট হাতে দলকে ১৩২ রানের সূচনা এনে দেন রূপগঞ্জের দুই ওপেনার আজমির আহমেদ ও মোহাম্মদ নাইম। এরমধ্যে ৪৮ রান অবদান রেখে আউট হন আজমির।
সতীর্থকে হারিয়েও রান তোলার কাজটা ভালোভাবেই করেছেন মোহাম্মদ নাইম। ক্রিজে তখন তার সঙ্গী ছিলেন নাইম ইসলাম। জুটিতে ৯৩ রান যোগ করেন দুই নাইম। সেঞ্চুরি তুলে ১২২ রানে থামেন নাইম। তার ১০৮ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিলো।
তিন নম্বরে নাইম ইসলামও সেঞ্চুরির স্বাদ নেন। ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ১০৮ রানে থামেন তিনি। দুই নাইমের ব্যাটিং নৈপুণ্যে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৭ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ।
জয়ের ৩৫৮ রানের জয়ের লক্ষ্যে দুর্দান্ত জবাব দেয় শাইনপুকুরও। ওপেনার সাব্বির হোসেন-তৌহিদ হৃদয় ব্যাট হাতে লড়াই করছিলেন। লড়াইয়ে ভালোভাবে টিকে ছিলো শাইনপুকুর। দলীয় ১৬৪ রানে থামতে হয় সাব্বিরকে। ৮টি চার ও ৩টি ছক্কায় ৮৭ বলে ১০০ রান করেন তিনি।
সাব্বির ফিরলেও শাইপুকুরের আশা ধরে রেখেছিলেন হৃদয়। তবে ব্যক্তিগত ৮৩ রানে হৃদয়ের আউট হলে পরের দিকের ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় ৩৩৪ রানে অলআউট হতে হয় শাইনপুকুরকে। ৮১ বলে ৮৩ রান করেও শাইনপুকুরের হার এড়াতে পারেননি হৃদয়। বৃথা যায় সাব্বিরের সেঞ্চুরিও। রূপগঞ্জের নাবিল সামাদ ৫১ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রূপগঞ্জের মোহাম্মদ নাইম।
বাসস/এএসজি/এএমটি/১৯০৫/স্বব