কাঁধে চোট পেয়ে হাসপাতালে স্ক্যান করালেন উইলিয়ামসন

231

ওয়েলিংটন, ১১ মার্চ ২০১৯ (বাসস) : ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং-এর সময় কাঁধে চোট পেয়ে ম্যাচের চতুর্থ দিন হাসাপাতালে চিকিৎসকের শরণাপন্ন হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে স্ক্যানও করেছেন তিনি। এরপর স্টেডিয়ামে ফিরে এসে আর মাঠে নামেননি উইলিয়ামসন। তবে উইলিয়ামসনের স্ক্যানের রিপোর্ট নিয়ে কিছু জানায়নি নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের তৃতীয় দিন বাংলাদেশের ব্যাটিং-এর সময় গালিতে ফিল্ডিং-এ কাঁধে চোট পান উইলিয়ামসন। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিল্ডিং ও পরবর্তীতে ব্যাটিংও করেন তিনি। কিন্তু ব্যাটিং চলাকালীন ব্যাথা অনুভব করেন উইলিয়ামসন। এ সময় ক্রিজে বেশ কয়েকবার ফিজিওর চিকিৎসাও নেন তিনি। তবে ব্যক্তিগত ৭৪ রানে আউট হবার পর স্থানীয় একটি হাসপাতালে নিজের কাঁধের স্ক্যান করান উইলিয়ামসন।
অধিনায়ক কেন উইলিয়ামসন চতুর্থ দিন মাঠের বাইরে থাকায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন পেসার টিম সাউদি। আর তার বদলে মাঠে ফিল্ডিং করেন পিটার বোকোক।