বাসস দেশ-১৮ : বনাঞ্চল ও বনভূমিতে ৬ মাস গাছ কাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ

109

বাসস দেশ-১৮
হাইকোর্ট-বনাঞ্চল-নির্দেশ
বনাঞ্চল ও বনভূমিতে ৬ মাস গাছ কাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ
ঢাকা, ১১ মার্চ, ২০১৯ (বাসস) : দেশের সব বনাঞ্চল ও বনভূমিতে ৬ মাস গাছ কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
প্রকল্পের নামে দেশের সব বনাঞ্চল ও বনভূমিতে গাছ কাটা বন্ধ করতে বিবাদীদের (রেসপনেডন্ট) নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
এছাড়া, প্রতিটি প্রকল্পের গাছ কাটা ও লাগানোর সময় নির্ধারণ সংক্রান্ত ‘টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান’ আগামী ৬ মাসের জন্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী সাইদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গাছ কাটা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ।
বাসস/এএসিজ/ডিএ/১৮২০/কেকে