উত্তরা গণভবনকে জাতীয় ঐতিহ্য হিসেবে কেন ঘোষণা করা হবে না : হাইকোর্ট রুল

187

ঢাকা, ১১ মার্চ ২০১৯ (বাসস) : নাটোরের উত্তরা গণভবনকে জাতীয় ঐতিহ্য হিসেবে কেন ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে উত্তরা গণভবনের মূল নকশার পরিবর্তন করে নতুন প্রকল্পের সাইনবোর্ড টাঙানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বেয় হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
এর আগে গতকাল পর্যটন সুবিধা বাড়ানোর নামে ঐতিহ্যবাহী নাটোরের উত্তরা গণভবনের মূল নকশার পরিবর্তন করে নতুন স্থাপনা নির্মাণ উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে উত্তরা গণভবনের ঐতিহ্য রক্ষায় নতুন স্থাপনা নির্মাণ উদ্যোগ স্থগিত চাওয়ার পাশাপাশি গণভবনের ভেতর ও বাইরে টাঙানো এ প্রকল্পের বিস্তারিত তথ্য সম্বলিত সাইনবোর্ড অপসারণ চাওয়া হয়েছে। এছাড়া উত্তরা গণভবনকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণার নির্দেশনাও চাওয়া হয় রিটে।
নাটোরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ফারজানা শারমিন পুতুল জনস্বার্থে রিটটি দায়ের করেন।
গণপূর্ত সচিব, পর্যটন সচিব, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত ৭ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘উত্তরা গণভবন: ঐতিহ্যে কুঠারাঘাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট আবেদনটি করা হয়।