নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়াবে : নসরুল হামিদ

200

ঢাকা, ১১ মার্চ, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও স্বাবলম্বি করার লক্ষ্যে বর্তমান সরকার নানা মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লু মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য তিন নারীকে শি রকার্জ মাই-ইও উইমেন এসডিজি অ্যাওয়ার্ড-২০১৯ প্রদানকালে একথা বলেন।
গ্রিন ডেল্টা ইন্সুরেন্সে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী ফারজানা চৌধুরী ছাড়াও শি রকার্জ মাই-ইও অ্যাওয়ার্ড বিজয়ীরা হচ্ছেন চীনের মনিকিউ মেউসসান ও ভারতের নেহা তুলসেইন।
এসময় উপস্থিত ছিলেন এন্ট্রারপ্রেনার্স অর্গানাইজেশন-ইও’র গ্লোবাল চেয়ারম্যান রোজমেরি বুবু অ্যান্ড্রেস ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্সের সভাপতি রোকেয়া আফজাল।